You dont have javascript enabled! Please enable it!

“জামাত বাঙালি জাতীয়তাবাদ মেনে নিতে রাজি নয়” – রাজাকার গোলাম আযম

আতংকে গড়ে ১১ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিল [1], [2], আমেরিকা জাহাজ ভরে অস্ত্র দিচ্ছিল [3], [4], রাশিয়া কোনমতে ভেটো দিয়ে ঠেকাচ্ছিলো [5], ইয়াহিয়া বলছিলো সব স্বাভাবিক আছে [6], গঠিত হল বেতনভুক্ত রাজাকারবাহিনী [7], সৃষ্টি হল পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম জেনোসাইড [8], ঠিক সেই দুর্বলতম মুহূর্তে পূর্ব পাকিস্তান জামাতের সভাপতি গোলাম আযম বললেন, “জামাত বাঙালি জাতীয়তাবাদ মেনে নিতে রাজি নয়।” [9] এসব দলিল তারা পুড়িয়ে ফেলেছে, লাইব্রেরী ধ্বংস করেছে। এরপর একসময় একথাও বলেছে দেশে কোন রাজাকার নেই। [10] কিন্তু ইতিহাস তার নিজ গতিতে এগোবেই। সব দলিল তারা ধ্বংস করতে পারেনি। শহীদের রক্ত আজও কোটি তরুণের ধমনীতে বহমান। তারাই তুলে ধরবে ধর্মের কল।

References:

[1]      “প্রতিদিন কী পরিমাণ লোক ভারতে প্রবেশ করেছিলো? শরনার্থী প্রবেশের হার | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/4437. [Accessed: 25-Sep-2019].

[2]      “Refugee influx by month, মাস অনুযায়ী শরনার্থী প্রবেশের পরিসংখ্যান | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/4519. [Accessed: 25-Sep-2019].

[3]      “দুটি জাহাজের দিকে আমাদের দৃষ্টি –সুনীল গঙ্গোপাধ্যায় | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/33958. [Accessed: 25-Sep-2019].

[4]      “১৪-১৭ জুলাই আমেরিকার বাল্টিমোর বন্দরে শ্রমিক ও স্থানীয় জনগণের বিদ্রোহ  | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/11727. [Accessed: 25-Sep-2019].

[5]      “মুক্তিযুদ্ধ কোষ মুনতাসির মামুন (Unicoded) Part 1c | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/1379. [Accessed: 25-Sep-2019].

[6]      “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র (Unicoded) 14b | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/75803. [Accessed: 25-Sep-2019].

[7]      “জামায়াত নেতা মওলানা এ কে এম ইউসুফ রাজাকার বাহিনীর প্রথম দলটি গঠন করেন খুলনায় ৯৬ জন কর্মী নিয়ে | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/44997. [Accessed: 25-Sep-2019].

[8]      “Genocide in 1971 compared to the human history | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/3018. [Accessed: 25-Sep-2019].

[9]      “২৫ সেপ্টেম্বর ১৯৭১ গোলাম আজম | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/8357. [Accessed: 25-Sep-2019].

[10]    “বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই – মুজাহিদ (ভিডিও) | সংগ্রামের নোটবুক.” [Online]. Available: https://songramernotebook.com/archives/79859. [Accessed: 25-Sep-2019].

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!