You dont have javascript enabled! Please enable it!

১১ এপ্রিল শেরে বাংলার পুত্র এ কে ফয়জুল হক স্বাধীনতা যুদ্ধের নয় মাস পাকিস্তানী বাহিনীর গণহত্যার সমর্থন আদায়ের জন্য সারাদেশে ঘুরে বেড়িয়েছেন। এই দিনে তার দেয়া একটি বিবৃতির অংশ বিশেষ “আমি আমার পূর্ব পাকিস্তানী ভাইদের এবং প্রশাসনযন্ত্রের উপর আস্থা রাখার আবেদন জানাচ্ছি। যারা এখনও কোন কারণবশত কিংবা কোন মােহে পড়ে কাজে যােগদান করেননি, তাদের আমি শুধু বলব সময় দ্রুত বয়ে। যাচ্ছে এবং আমরা যদি আমাদের নিজেদের সঠিক পথে ফিরে যাই তাহলে। প্রত্যেকটি মিনিটের নিজস্ব একটি মূল্য রয়েছে। ঐক্যবদ্ধভাবে একই মানুষ হিসেবে দুবছর আগে আমরা যেমন ভারতের নগ্ন আক্রমণকে রুখে দাড়িয়েছিলাম এখনও তেমনিভাবে তাদের নগ্ন আক্রমণের মােকাবিলার জন্য আমাদের প্রস্তুত করতে হবে। আমরা আমাদের স্বার্থ ও আদর্শের জন্য সংগ্রাম করছি। ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।”

Reference:

১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি – সাইদুজ্জামান রওশন

পেপার কাটিং লিংক

১০ এপ্রিল ১৯৭১ঃ দালালের খাতায় নাম লেখালেন শেরে বাংলা পুত্র ফায়জুল

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!