You dont have javascript enabled! Please enable it!

১০ এপ্রিল ১৯৭১ঃ দালালের খাতায় নাম লেখালেন শেরে বাংলা পুত্র ফায়জুল

শেরে বাংলার পুত্র ও জাতীয় পরিষদ সদস্য (আওয়ামী লীগ) এ. কে. ফয়জুল হক ঢাকায় এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তানের সশস্ত্র ভারতীয়দের নগ্ন অনুপ্রবেশ এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে দ্বিখন্ডিত করার জন্য ভারতের অসাধু উদ্দেশ্যের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ভারতের উক্ত কার্যকলাপের ফলে আমাদের প্রতি উহার দুশমনি এবং এ দেশের প্রতি অসৎ উদ্দেশের কথাই ফুটে উঠেছে বলে জনাব হক মন্তব্য করেন। তিনি আরও বলেন ভারত দেশ বিভাগের পর হতেই পাকিস্তানের অস্তিত্ব মেনে নেয়নি। ভারতীয় নেতৃবৃন্দ সব সময়েই বাঙালী মুসলমানদের বিচ্ছিন্নতাবাদে মদত দিয়ে আসছে।