You dont have javascript enabled! Please enable it!
মুক্তিযােদ্ধাদের সম্পর্কে রাজাকার মাহাবুবুল হক দোলন
 
মুক্তিযােদ্ধাদের সম্পর্কে তিনি বলেন-“পূর্ব পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী পাঠিয়ে ভারত প্রকৃতপক্ষে আমাদের দেশপ্রেমের মূলে আঘাত হেনেছে। এ ধরনের অনুপ্রবেশ এ প্রদেশের মুসলমানদের কোন কাজেই আসবে না।”
 
৯ এপ্রিল পাকিস্তানী বাহিনীর সহযােগী এদেশীয় দালালদের মধ্যে দোলনের ভূমিকা অন্যতম। ২৫ মার্চের পর থেকে তিনি কেন্দ্রীয় শান্তি কমিটির দালালদের সংগঠিত করতে থাকেন এবং স্বাধীনতা পর্যন্ত তা অব্যাহত রাখেন। তিনি পাকিস্তান মুসলিম লীগের (কাইয়ুম) যুগ্ম সম্পাদক হিসেবে এক বিবৃতিতে বলেল—“পাকিস্তান যারা সৃষ্টি করেছে পাকিস্তান খণ্ড বিখণ্ডিত করার প্রচেষ্টায় তারা কোন রকমের সাড়া দিতে পারে না। সীমান্তের ওপার থেকে সশস্ত্র ভারতীয় অনুপ্রবেশের ফলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং সমস্যা আরও গুরুতর হয়ে উঠেছে। এই সমস্ত অনুপ্রবেশকারী ও তাদের সহযােগিতাকারী দালালদের উৎখাত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
 
Reference:
১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি – সাইদুজ্জামান রওশন
Related paper cutting
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!