You dont have javascript enabled! Please enable it! 1971.04.09 | মাহবুবুল হক দোলনের বিবৃতি - সংগ্রামের নোটবুক

৯ এপ্রিল ১৯৭১ঃ মাহবুবুল হক দোলনের বিবৃতি

সাবেক এনএসএফ সভাপতি এবং কাইউম মুসলিম লীগ যুগ্ন সম্পাদক মাহবুবুল হক দোলন এক বিবৃতিতে বলেন যাদের চেষ্টায় পাকিস্তানের সৃষ্টি হয়েছে তাদের নিকট হতে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টায় কোন সাড়া পাওয়া যাবে না। তিনি বলেন কেহ যদি ভোট দাতাদের ভোটকে গনভোট বলে গণ্য করে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করে তা কেবলমাত্র উদ্দেশ্যমুলক ও সাম্রাজ্যবাদীদের অনুপ্ররনা হতে পারে। তিনি বলেন অধিকাংশ জনগন কারো ধার ধারে না। তাদের একমাত্র দাবী হচ্ছে জীবন যাত্রার অসঙ্গতি দূর করা। তিনি বলেন সীমান্তের অপর পার হতে অনুপ্রবেশকারীরা দেশে এক গুরুতর সমস্যার সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি বলেন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন বৈদেশিক শক্তির হস্তক্ষেপ জাতিসংঘ সনদের বরখেলাপ। ভারতীয়গন যদি রাতারাতি আমাদের শুভানুধ্যায়ী হয়ে থাকে তা হলে ফারাক্কা বাধ লোপ করে, বেরুবাড়ী প্রত্যর্পণ করে তার প্রমান দিতে হবে।