You dont have javascript enabled! Please enable it! 1972.01.08 | বঙ্গবন্ধু লন্ডন হয়ে এসেছিলেন কার ইচ্ছায়? | স্বদেশ প্রত্যাবর্তন - সংগ্রামের নোটবুক

এই বইতে লেখা আছে বঙ্গবন্ধু নিজেই লন্ডন যেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং PIA jet aircraft এ তিনি লন্ডন যান।

[1, p. 3] . ভুট্টোও ঐদিন সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধুর ইচ্ছাতেই তাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।[2] (বঙ্গবন্ধুকে ছেড়ে দেবার সময় ভুট্টো (ভিডিও)) কিন্তু ৮ তারিখে লন্ডনের প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধু বলেন লন্ডনে তিনি নিজ ইচ্ছায় আসেন নাই। [3] (লন্ডনে বঙ্গবন্ধুর ১৯ মিনিটের প্রশ্নোত্তর (ভিডিও) | স্বদেশ প্রত্যাবর্তন | ৮ জানুয়ারি ১৯৭২)। সে সুযোগ তাকে দেয়া হয়নাই। তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে ভারতের ভাড়া করা রেড ক্রসের বিমানে বঙ্গবন্ধু যেতে চান নাই। [1, p. 3] না যাবার কারণটি যদিও অজানা, তবে বঙ্গবন্ধুর কাছের লোকেরা বলেন তিনি একটি নিরপেক্ষ ভূমিকায় থাকতে চেয়েছিলেন। [1, p. 10] আবার অন্য একটি বইতে লেখা আছে ভুট্টো ইরানের সাথে প্ল্যান করে বঙ্গবন্ধুকে বলেছিলেন ইরান হয়ে যেতে। উদ্দেশ্য, ইরান দুই পাকিস্তান এক রাখার ব্যাপারে বঙ্গবন্ধুর সাথে একটু বোঝাপড়া করতে চায়। 4

References:

[1]      M. Ahmed, Bangladesh: Era of Sheikh Mujibur Rahman. The University Press Limited, 1983.

[2]      বঙ্গবন্ধুকে ছেড়ে দেবার সময় ভুট্টো (ভিডিও)

[3]      লন্ডনে বঙ্গবন্ধুর ১৯ মিনিটের প্রশ্নোত্তর (ভিডিও) | স্বদেশ প্রত্যাবর্তন | ৮ জানুয়ারি ১৯৭২

[4] বাংলাদেশ সরকার ১৯৭১ -১৯৭৫ এইচ টি ইমাম