You dont have javascript enabled! Please enable it!

যোগাড় করো এক পাউন্ড

কীথ ওয়াটারহাউস লন্ডনের ডেইলি মিররে নিয়মিত কলাম লিখতেন। ৭১ এর ৯ জুন তারিখে পত্রিকার প্রথম পাতায় তাঁর একটি কলাম বের হলো। বিষয়, বাংলাদেশের শরণার্থী। কলামটি বৃহস্পতিবার লেখার কথা কিন্তু তিনি বুধবারই লিখছেন। কারণ, সময় নেই। একটা দিন অনেককে বাঁচাতে পারে মৃত্যু থেকে।
তিনি লিখেছেন – “বৃহৎ শক্তিগুলির কথা বলে লাভ নেই। আপনি যা করতে পারেন তাই বলছি। সময় নষ্ট করার সময় নেই। বরং এক কাজ করুন, দুপুরের আগেই করুন। যোগাড় করুন একটি খাম। কলম হাতে নিন। খামের ওপর লিখুন –
[SAVE A LIFE
Box 189, Daily Mirror
১ লাবিস ইন, লন্ডন]
আপনার হয়ত অন্য কোন প্রিয় দাতব্য সংস্থা আছে। হয়ত ঠিকানা পাচ্ছেন না। ভাবছেন এই যে দান যাচ্ছে তার কতোটা যাচ্ছে প্রশাসনিক ব্যয় মেটাতে, ভুক্তভোগীরা কতটুকু পাচ্ছে? এসব দ্বিধা দ্বন্দ্ব জাতিসংঘের ওপর ছেড়ে দিন। বরং খামের ওপর তিন পেনির একটি স্ট্যাম্প লাগান। এক পাউন্ডের একটি নোট নিন। যদি না থাকে যোগাড় করুন। ধার করুন। গ্যাস মিটারের জন্য রাখা টাকা থেকে নিন। বাচ্চার পকেট মানি বাদ দিন। ভাড়ার টাকা থেকে নিন। সিগারেট না খেয়ে বাঁচান। কিছু বিক্রি করুন। বন্ধক রাখুন।
খামে এক পাউন্ডের নোটটি ঢােকান।
খাম বন্ধ করুন।
পোস্ট করুন।
ব্যাস, তাতেই একটি প্রাণ বাঁচবে। ধন্যবাদ আশা করবেন না।
Because you’ll have done the absolute minimum
that will entitle you to go on living on this bloody
awful revolving globe.”

এভাবেই কলামটি লিখেছিলেন কীথ ওয়াটারহাউস। সংবাদটি ছাপা হওয়ার
দু দিনের মধ্যেই ৩৩,৪০০ পাউন্ড জমা হয় ডেইলি মিরর অফিসে।
এবং খাম আসছিল অব্যাহত।

Reference:
Daily Mirror, 11th June 1971

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!