বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে বাঙলাদেশ উপদেষ্টা কমিটি
একাত্তরের ৮ তারিখের ভারতীয় পত্রিকায় ছাপা হল “বাঙলাদেশের মুক্তি যুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট”। পরেরদিন “মুক্তি সংগ্রাম পরিচালনায় যুক্ত পরিষদ” এবং তার পরের আজকের এই দিনে জানানো হল, “বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে বাঙলাদেশ উপদেষ্টা কমিটি” গঠিত হয়েছে। এতে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ছবিতে দেখা যাচ্ছে, (বাঁ থেকে ডানে)- অধ্যাপক মুজাফফর আহমদ, মনোরঞ্জন ধর, এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, মণি সিং, খোন্দকার মোশতাক, মাওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ ও এম এ সামাদ।
রেফারেন্স সহ সবগুলো পেপার কাটিং এর লিংক
https://songramernotebook.com/archives/125935
https://songramernotebook.com/archives/125917
https://songramernotebook.com/archives/125974
রেফারেন্স – দৈনিক যুগান্তর, ১০ সেপ্টেম্বর ১৯৭১
বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে বাঙলাদেশ উপদেষ্টা কমিটি
বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে বাঙলাদেশ উপদেষ্টা কমিটি