You dont have javascript enabled! Please enable it! 1971.03.29 | সিলেট - সংগ্রামের নোটবুক

২৯ মার্চ ১৯৭১ সিলেট
২৮শে মার্চ একাত্তরে শমসের নগরে হানাদারবাহিনীকে মুক্তিযুদ্ধারা আক্রমন করে পরাজিত করার ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলের মুক্তিযুদ্ধাদের মনোবল বেড়ে যায়।
মৌলভীবাজার পর্যটন রেস্ট হাউজে অবস্থান গ্রহণ করে মেজর সি আর দত্ত, কর্ণেল রব, মেজর নুরুজ্জামানের নের্তৃত্বে মুক্তিযুদ্ধারা সিলেটের পথে রওয়ানা হলে শেরপুরে চারদিন তুমুল মুখোমুখি যুদ্ধ হয়। এ যুদ্ধে ন্যাপ নেতা বিজয় ভৌমিকের বড়ভাই লন্ডন প্রবাসী সুনীল ভৌমিক শহীদ হন। পাক বাহীনি সে যুদ্ধে শেরপুরে টিকতে না পেরে সিলেট অভিমুখে পশ্চাতগমণ করে সাদিপুরে অবস্থান নেয়। পাক বাহিনীর বিমান হামলার মুখে মুক্তিযুদ্ধারা টিকতে না পেরে পিছু হটতে থাকে। এ সময় র্দুধর্ষ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজ মারাত্মকভাবে আহত হন। হানাদাররা সিলেট দখল করে জল, স্থল ও অন্তরীণে আক্রমণ করতে থাকলে মুক্তিবাহিনীরা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়