You dont have javascript enabled! Please enable it! 1971.12.30 | বিজয়ের ১৪ দিন - সংগ্রামের নোটবুক

৩০ ডিসেম্বর ১৯৭১ঃ বিজয়ের ১৪ দিন

বিজয়ের চৌদ্দতম দিবসে সদ্য স্বাধীন বাংলাদেশের উপর রয়টার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় এ চৌদ্দ দিনে বাংলাদেশের জীবন যাত্রা প্রায় স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে। দুই মিনিটের ফুটেজে ঢাকার পল্টন চৌরাস্তা,বাইতুল মোকাররম মসজিদ দিয়ে শুরু হয়। তারপর ঢাকার রাস্তায় ভারতীয় বাহিনীর ঢিলেঢালা টহল দেখানো হয়। কয়েকটি ব্যাঙ্কের কাজ দেখানো হয় তখনও ব্যাঙ্ক লেনদেনের জন্য চালু হয়নি। সচিবালয়ের গেট সংলগ্ন রাস্তা এবং রাস্তায় পুথি বিক্রির ফেরিওয়ালা প্রদর্শন করা হয়। তোপখানা রোডের কিছু অভিজাত দোকান প্রদর্শন করা হয় যে গুলি এখনো বন্ধ আছে। একটি ক্ষতিগ্রস্ত এবং একটি চালু পেট্রলপাম্প দেখানো হয় এবং দেশে পেট্রোল সঙ্কটের কথা বলা হয়। নদীর তীরে পেট্রোল জাত ড্রাম নামানোর দৃশ্য দেখানো হয়। একটি বৃহৎ ও একটি খোলা কাঁচাবাজার দেখানো হয় যাতে বলা হয় তাতে ক্রেতা বিক্রেতা দুইই কম। প্রতিবেদনে বলা হয় আগামী ১ জানুয়ারী থেকে শরণার্থী প্রত্যাবর্তন শুরু হবে। পশ্চিম বঙ্গ থেকে প্রতিদিন দুটি ট্রেন যশোর যাবে। এ কর্মসূচী ১৫ মার্চ পর্যন্ত চলবে।