২৩ মার্চ ১৯৭১
এই দিনে সারা দেশে পাকিস্তানী পতাকার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হয়। ব্রিটিশ ও সোভিয়েত কনস্যুলেট এ জাতীয় পতাকা উত্তোলন হয়।রেডিও টেলিভিশনে পাকিস্তানি জাতীয় সঙ্গীতের পরিবর্তে স্বাধীন দেশের জাতিয় সঙ্গীত প্রচার করা হয়।এই দিন পাকিস্তানের প্রজাতন্ত্র দিবশ ও লাহোর প্রস্তাব দিবস হিসাবে পালনের কথা থাকলেও আওয়ামী লীগ এই দিনকে প্রতিরোধ দিবস হিসাবে পালন করছে।
২৩ মার্চ ১৯৭১ ছাত্রলীগ
ছাত্রলীগ এই দিনে পল্টনে সমাবেশ করে। সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জয়বাংলা বাহিনি মার্চ পাসট করে। শেখ মুজিব সালাম গ্রহন করেন।