৩০ ডিসেম্বর ১৯৭১ঃ ফ্রান্সের কন্সাল জেনারেল পত্নীর বেগম মুজিবের সাথে সাক্ষাৎ
ফ্রান্সের কন্সাল জেনারেল পত্নী মাদাম বারথেলট বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাদাম বারথেলট বলেন তিনি শুধু ফ্রান্সের কন্সাল জেনারেল পত্নী হিসেবে এখানে আসেননি এসেছেন বেক্তিগত ভাবেও। তিনি একজন মহান নেতার পত্নীর দুর্দশা দেখতে এবং সহানুভুতি জানাতে এসেছেন। তিনি বলেন ফ্রান্সের দেগল যেমন ফ্রান্সের জন্য করেছেন শেখ মুজিব বাংলাদেশের জন্য তা করেছেন। শেখ মুজিবুর রহমান ।বাংলার দেগল তিনি বলেন বিগত মার্চ মাস থেকেই তিনি বাংলার মানুষের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখে আসছেন। তিনি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে এক খানা উপহার দেন। বেগম মুজিব প্রত্যুতরে তাকে দেখতে আসার জন্য ফ্রান্সের জনগন ও ফ্রান্সের কন্সাল জেনারেল পত্নী মাদাম বারথেলটকে কৃতজ্ঞতা জানান।