৩০ ডিসেম্বর ১৯৭১ঃ মন্ত্রীদের কার্যক্রম
দলীয় কাজে আরও সময় দেয়ার জন্য খন্দকার মোস্তাক আহমেদ মন্ত্রিসভা হতে পদত্যাগ করেছেন। মোস্তাক দুই যুগ ধরে আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। মন্ত্রিসভায় বিভেদের বিষয়ে বিদেশী সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ মোস্তাক ও সরকারের মুখপাত্র অস্বীকার করেছেন। মোস্তাক বলেন মুজিবনগরে তিনি সবসময়ে নিক্সন সরকারের কার্যকলাপের নিন্দা করেছিলেন। স্বাস্থ্য মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরী সচিবালয়ে এক সমাবেশে সরকারী কর্মচারীদের দুর্গত দেশবাসীর সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি অফিসারদের প্রাচীন মনোভাব ত্যাগ করে বৈপ্লবিক পরিবর্তনের সহিত খাপ খাওয়াইয়া কাজ করার আহবান জানান। সরকারের বিশেষ দুত মোল্লা জালাল মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরে বলেন আরব দেশ গুলো এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল। তিনি মিশর সিরিয়া লেবানন সফর করে এ মনোভাব বেক্ত করেন। তিনি কয়েকজন আল ফাতাহ নেতার সাথেও সাক্ষাৎ করেছেন তিনি বলেন দুটি প্রধান আরব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারে। তিনি বলেন তিনি ইসরাইল সফর করেননি। তিউনিশিয়ার জনমত বাংলাদেশের অনুকুলে।