৩০ ডিসেম্বর ১৯৭১ঃ সরকার
সরকার পাকিস্তানী নিয়ন্ত্রণাধীন ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্ক বীমা নিজের নিয়ন্ত্রনে এনে তা পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করেছেন এবং সকল ব্যাঙ্ক পহেলা জানুয়ারী থেকে খুলবে। আমানত কারীরা একটি নির্দিষ্ট পরিমান টাকা তূলতে পারবেন। অপ্র এক আদেশে সরকার সশস্র বাহিনীর বন্দী পলাতক বা ছুটিতে ছিলেন সে সকল সদস্যকে ৫ জানুয়ারীর মধ্যে সশস্র বাহিনী বোর্ড কাকরাইল অথবা আর্মি রিক্রুটিং সেন্টার আজিমপুরে যোগ দিতে বলেছে। ঢাকার নব নিযুক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন আহমেদ সাবেক ডি সি মোকাম্মেল হকের নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেছেন। প্যারিসে অনুষ্ঠিতব্য আফ্র এশিয় সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রন জানানো হয়েছে। আজ প্রস্তুতি মুলক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়। ভারত সম্মেলন বর্জনের হুমকি দেয়ায় কমিটি বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে বাধ্য হয়।