বাঙলাদেশ আর পাকিস্তানের অংশ নয় বৃটিশ পার্লামেন্ট সদস্যের অভিমত
কলকাতা, ২২ এপ্রিল (ইউএনআই) – বাঙলাদেশ আর পাকিস্তানের অংশ নয়। বাঙলাদেশে যা চলছে তা দুটি দেশের মধ্যে যুদ্ধ ছাড়া আর কিছু নয়।
আজ বৃটিশ পার্লামেন্টের লেবার সদস্য শ্ৰী ডগনালস মান ইউ-এন-আই এর সঙ্গে এক সাক্ষাতকালে উপরােক্ত মর্মে মন্তব্য করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন- পাকিস্তান জঙ্গীশাহীর অত্যাচার এমনই বিভৎস যে সমঝােতার আর কোন রাস্তা নেই। পাকিস্তানী জঙ্গী শাহীর অত্যাচার নির্মম বাস্তব এটা কোন প্রচার বা অতিরঞ্জন নয় বলে তিনি মন্তব্য করেন।
শ্রীডগলাস মান আজ সীমান্তে বাঙলাদেশের শিবিরের শরণার্থীদের উপর পাক জঙ্গীশাহীর অত্যাচারের নিদর্শন স্বচক্ষে দেখে এসেছেন। তার সঙ্গে ছিলেন বৃটিশ পার্লামেন্টের আর একই লেবার সদস্য শ্রীস্টোনহাউস বাঙলাদেশের জন্য গঠিত দুইটি রিলিফ কমিটির প্রতিনিধিরূপে এখানকার শরণার্থীদের অবস্থা স্বচক্ষে দেখতে এসেছেন। শ্রীডগলাস মান ও তার সঙ্গী এখানকার ৪টি শরণার্থী শিবিরে পরিদর্শন করেছেন এখানে বেশিরভাগ শরণার্থী এসেছে যশাের থেকে।
অর্থনৈতিক অবরােধের ফলে পাকিস্তান যে দেউলিয়া হতে বসেছে তার উল্লেখ করে শ্রীডগলাস মান বলেন— এর ফলেই পাক সরকার বাধ্য হবে তাড়াতাড়ি যুদ্ধ মিটিয়ে ফেলতে।
শ্রীডগলাস মান জানান তিনি বৃটেনে ফিরে গিয়ে ঘটনাটি জাতিসংঘে তােলবার জন্য তার সরকারের ওপর চাপ দেবেন।
শ্রীডগলাস শরণার্থীদের অসহায় অবস্থার উল্লেখ করে বলেন, ভারত সাধ্যমত শরণার্থীদের সেবা করেছে কিন্তু বিষয়টি এত বিরাট তার একার পক্ষে সামলানাে খুবই কঠিন।
শ্রীমান বলেন, তিনি দেশে গিয়ে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও সরকারী ব্যাংকগুলিকে এ ব্যাপারে এগিয়ে আসার জন্য তার সরকারকে উদ্যোগ দিতে অনুরােধ করবেন।
সূত্র: কালান্তর, ২৩.৪.১৯৭১