২৯ ডিসেম্বর ১৯৭১ঃ বুদ্ধিজীবী হত্যা তদন্ত প্রসঙ্গে
হবিগঞ্জে সিরাজুল হোসেন খান
ভারত থেকে ফিরে এসে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক হবিগঞ্জে প্রত্যন্ত এলাকায় তিনি ছোট বড় সভায় বক্তব্য এ বলেন বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিকে শক্তিশালী করার জন্য ও দেশকে প্রগতিবাদী ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কৃষক শ্রমিক পেশাজীবী সহ জনসাধারনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি দালাল আলবদর দ্বারা বুদ্ধিজীবী হত্যার বিষয়ে তদন্ত করার জন্য ভারতীয় বাহিনী মুক্তিবাহিনী সরকারী বেসরকারি প্রতিনিধির সমবায়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানান।
বেসরকারী “বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি”গঠন
ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বুদ্ধিজীবীদের এক সভায় ফ্যাসিস্ট আল-বদর বাহিনী বুদ্ধিজীবী নিধনযঙ্গের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি “বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি” নামে অভিহিত হবে। কমিটির নেতৃত্ব করবেন প্রখ্যাত লেখক ও চিত্র পরিচালক জহির রায়হান।