You dont have javascript enabled! Please enable it! আবদুস সামাদ (সিএসপি ১৯৫৯) | মুজিবনগর সরকারে বা প্রশাসনে কর্মরত সিভিল সার্ভিস অফিসারগণ এবং তাদের ভূমিকা - সংগ্রামের নোটবুক
আবদুস সামাদ (সিএসপি ১৯৫৯)
আবদুস সামাদ (সিএসপি ১৯৫৯) | মুজিবনগর সরকারে বা প্রশাসনে কর্মরত সিভিল সার্ভিস অফিসারগণ এবং তাদের ভূমিকা
এর সম্বন্ধে ১৯৬৯ সাল ব্যাচের সিএসপি ও মুক্তিযােদ্ধা (বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারী কর্ম-কমিশনের সাবেক চেয়ারম্যান) সা’দত হুসাইন লিখেছেন: “এরমধ্যে যতদূর মনে পড়ে, জুলাই মাসে সিলেটের জেলা প্রশাসক জনাব আবদুস সামাদ মুজিবনগর এসে পৌছলেন। ফলে তিনি হলেন দস সামাদ মুজিবনগর এসে পৌছলেন। ফলে তিনি হলেন মুজিবনগর সরকারের সর্বজ্যেষ্ঠ (জ্যেষ্ঠ) সিএসপি জেলা প্রশাসক। তার অবস্থা আমরা মুজিবনগরে পৌঁছার সময়ের অবস্থার মতাে ক্লান্ত, পাণ্ডুর চেহারা। মনে হচ্ছে অনেক দিনের অভুক্ত। আমাদের মেসেই তার থাকার ব্যবস্থা করা হ’ল। কয়েক দিনের মধ্যেই জনাব সামাদকে প্রতিরক্ষা সচিব পদে নিয়ােগ দেয়া হলাে। তার প্রকৃত কাজ কি ছিল সে সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কাজের প্রকৃতি বিবেচনায় রেখে আমরা তার কাজ সম্পর্কে বিশদ কিছু জানতে চাই নি। তিনি নীরবে কাজ করে যেতেন। আমার ধারণা তিনি অত্যন্ত দক্ষতার সাথেই তার কাজ সম্পন্ন করেছেন। আমি জীবনে যে কজন সুউচ্চ পর্যায়ের মেধাবী ব্যক্তিকে দেখেছি জনাব সামাদ নিঃসন্দেহে তাদের অন্যতম। তার প্রখর মেধায় অভিভূত না হবার কোনাে অবকাশ ছিল না। সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস কিংবা দর্শন বিষয়ে তার জ্ঞান এবং মানসিক সপ্রতিভতা যে কোনাে লােককে মুগ্ধ করবে। তার চালচলন ছিল অতি সাধারণ, মেজাজ ছিল ঠাণ্ডা, ব্যবহার ছিল সুমার্জিত, পরিশীলিত। আমি জনাব সামাদকে কোনােদিন রাগতে দেখি নি, উত্তেজিত হতে দেখি নি, ঘাবড়ে যেতে দেখি নি, হতাশ বা উৎফুল্ল হতেও দেখি নি।.. তিনি আমাদের সবার কথা শুনতেন, মূল্যায়ন করতেন এবং যুক্তিতর্ক ও বিশ্লেষণ দিয়ে তার বক্তব্য ধীরে সুস্থে সকলের বােধগম্য করে উপস্থাপন করতেন। যা আমরা সবাই উপভােগ করতাম ও প্রায়শই গ্রহণ করতাম।”১০
প্রতিরক্ষা সচিবের দায়িত্ব ছাড়াও তিনি কখনও কখনও অন্য দায়িত্বও পালন করেন বলে জানা যায়। যেমন, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বসান বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযােগ অফিসার রবীন্দনাথ ত্রিবেদী লিখেছেন: “১৭ ভাদ্র ১৩৭৮ শুক্রবার ৩ সেপ্টেম্বর ১৯৭১/ -স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার সম্বন্ধীয় নীতি নির্ধারণী সভা প্রতিরক্ষা সচিব জনাব আব্দুস সামাদ (প্রাক্তন সিএসপি) সভাপতিত্বে ৮, থিয়েটার রােডস্থ বাংলাদেশ সরকারের সদর দফতরে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বাংলাদেশ সরকার প্রতিরক্ষা সচিব জনাব আব্দুস সামাদকে একই সাথে প্রেস, তথ্য, বেতার ও চলচ্চিত্রেরও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন।”১১
 Source: মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা কাবেদুল ইসলাম