You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | নবনিযুক্ত ৫ জন মন্ত্রী বেগম মুজিবের সাথে দেখা করেছেন - সংগ্রামের নোটবুক

২৮ ডিসেম্বর ১৯৭১ঃ বেগম মুজিবের সাথে সাক্ষাৎ

নবনিযুক্ত ৫ জন মন্ত্রী বেগম মুজিবের সাথে দেখা করেছেন। মন্ত্রীরা হলেন আব্দুস সামাদ আজাদ, শেখ আব্দুল আজিজ, ফণীভূষণ মজুমদার, জহুর আহমেদ চৌধুরী,অধ্যাপক এম. ইউসুফ আলী। তারা শেখ মুজিবের পিতা ও মাতার সাথেও দেখা করেন এবং তাদের স্বাস্থ্য এর খোজ খবর নেন। মন্ত্রী শেখ আজিজ পরে শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করেন এবং হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মহসিনকে দেখতে যান। পরে তিনি শহীদ সাংবাদিক নাজমুল হকের বাসায় তার পরিবারের সাথে দেখা করেন। পরে অধ্যাপক এম. ইউসুফ আলী আওয়ামী লীগ অফিসে গিয়ে নেতা ও কর্মীদের সাথে আলোচনা করেন। সন্ধ্যায় তিনি দৈনিক ইত্তেফাক অফিসে গিয়ে দখলদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত মেশিনপত্রের ধ্বংসাবশেষ দেখেন। ভারতীয় মেজর জেনারেল ও মুজিব বাহিনী প্রধান সুজন সিং উবান বেগম মুজিবের সাথে দেখা করেছেন। এ সময়ে তার সাথে ছিলেন শেখ মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ।