২৮ ডিসেম্বর ১৯৭১ঃ মন্ত্রী / এমপি কার্যক্রম
অধ্যাপক ইউসুফ আলীকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করানো হয়। শরণার্থী পুনর্বাসনে ভারত সরকার বাংলাদেশকে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করবে। সফররত ভারতীয় পরিকল্পনা কমিশন সদস্য এস চক্রবর্তী বাংলাদেশের ত্রান ও স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজজামানের সাথে বৈঠকের পর এ কথা বলেন। সভায় আরও ছিলেন ভারতের অতিরিক্ত পররাষ্ট্র সচিব আর ডি সাথে বাংলাদেশ সরকারের ত্রান ও খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। প্রবাসী সরকারের মধ্যপ্রাচ্য এ বিশেষ দুত মোল্লা জালাল উদ্দিন এমএনএ বৈরুত থেকে বোম্বাই হয়ে ঢাকা পৌঁছেছেন। ব্রাহ্মণবাড়িয়ার এমএনএ তাহের উদ্দিন ঠাকুর কলকাতা থেকে ঢাকা এসে পৌঁছেছেন।