২৮ ডিসেম্বর ১৯৭১ঃ ন্যাপ সরকার পরিচালনায় আওয়ামী লীগকে সমর্থন করবে
ন্যাপ সাধারন সম্পাদক আলতাফ হোসেন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত সমাজতন্ত্র,গনতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জোট নিরপেক্ষ নীতি অনুসরন করবে তার দল ততদিন পর্যন্তকে সরকার পরিচালনায় আওয়ামী লীগকে সমর্থন করবে। তিনি বলেন তার দল সরকারে থাকুক আর নাই থাকুক সরকারকে সমর্থন করবে। সরকারের বাইরে থেকেও সরকারের কাজে সম্পৃক্ত থাকা যায়। তিনি বলেন জাতির এখন কর্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করা, ক্ষতিগ্রস্ত লোকের পুনর্বাসন করা, বিপর্যস্ত অর্থনীতির পুনর্বাসন করা। তিনি সকল সংগ্রামী বাহিনীকে দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত করার আহবান জানান। সম্মেলনে ন্যাপ নেতা মহিউদ্দিন এবং শহর ন্যাপ নেতা মোঃ ইদ্রিশ উপস্থিত ছিলেন।