You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | চট্টগ্রামে জগজিৎ সিং অরোরা সংবর্ধিত - সংগ্রামের নোটবুক

২৮ ডিসেম্বর ১৯৭১ঃ চট্টগ্রামে জগজিৎ সিং অরোরা সংবর্ধিত

আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি জগজিৎ সিং অরোরা, বিমান বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান এয়ার মার্শাল দেওয়ান, নৌ বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান ভাইস এডমিরাল কৃষ্ণান বিশেষ বিমানযোগে চট্টগ্রাম পৌঁছালে উৎফুল্ল জনতা বিমানবন্দর থেকে সার্কিট পর্যন্ত সারিবদ্ধভাবে দাড়িয়ে তাদের স্বাগত জানায় ও স্লোগান দেয়। সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ ময়দানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি জগজিৎ সিং অরোরা, বিমান বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান এয়ার মার্শাল দেওয়ান, নৌ বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান ভাইস এডমিরাল কৃষ্ণান এর সন্মানে মুজিব বাহিনী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি জগজিৎ সিং অরোরা বলেন সাড়ে সাত কোটি বাঙ্গালীর ঐক্যবদ্ধ সংগ্রামের ফলেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন দেশের পুনর্গঠনে এবং অর্থনীতি পুনঃ প্রতিষ্ঠায় বাংলাদেশীরা পাহাড়ের মত অটল থাকবে।

তিনি বলেন মুক্তি বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করায় ভারতীয় সেনাবাহিনী গর্বিত। তিনি বলেন যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন এবং অর্থনীতি সচল করার জন্যই ভারতীয় বাহিনী এখনও রয়ে গেছে। তিনি বলেন এত কম সময়ে কোন জাতি স্বাধীনতা অর্জন করতে পারেনি এবং এত রক্ত দিয়েও কোন দেশ স্বাধীনতা অর্জন করেনি। অনুষ্ঠানে দক্ষিন পূর্বাঞ্চলের বেসামরিক প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী ৩ বাহিনী কম্যান্ডারের উদ্দেশে ইংরেজিতে মানপত্র পাঠ করেন। মানপত্র বাংলায় পরেন এম এ হান্নান। মানপত্রের জবাবে তিনি আবারো বলেন শেখ মুজিবের মুক্তি ছাড়া স্বাধীনতা অপূর্ণ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের মুক্তির জন্য আন্তজার্তিক ভাবে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহর আওয়ামী লীগের আশরাফ খান অতিথিদের স্বাগত জানান।