২৭ ডিসেম্বর ১৯৭১ঃ বেগম মুজিবের সাথে সাক্ষাৎ
বাংলা একাডেমীর পরিচালক কবির চৌধুরী ও তার স্ত্রী মেহের কবির বেগম মুজিবের সাথে দেখা করেন। তিনি বেগম মুজিবকে বাংলা একাডেমীর একটি স্মরণিকা উপহার দেন। একই একাডেমীর সাংস্কৃতিক অধ্যক্ষ সদ্য কারামুক্ত সরদার ফজলুল করীম ও তার সহকারী মোতাহার আহমদ বেগম মুজিবের সাথে সাক্ষাত করেন। বাংলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী জাফর আহমেদ, সাধারন সম্পাদক হায়দার আকবর খান রনো, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ছাত্র ইউনিয়ন সভাপতি আনোয়ার খান জুনো, সাধারন সম্পাদক আতিকুর রহমান সানু বেগম মুজিবের সাথে দেখা করেছেন। ঢাকাস্থ সোভিয়েত কন্সাল ডি এফ পোপভ বেগম মুজিবের সাথে দেখা করেছেন। সোভিয়েত কন্সাল ডিএফ পোপভ বড়দিন উপলক্ষে সোভিয়েত জনগনের পক্ষ থেকে বেগম মুজিবকে উপহার প্রদান করেন।