You dont have javascript enabled! Please enable it! 1971.12.27 | টাইম ও নিউজ উইক ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

২৭ ডিসেম্বর ১৯৭১ঃ টাইম ও নিউজ উইক ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ও নিউজ উইক ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে নতুন এশিয়ার বাস্তবতাকে স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে টিকে থাকার জন্য। তাই বাংলাদেশের অস্তিত্বকে যুক্তরাষ্ট্রের স্বীকার করে নেয়া উচিত। যুক্তরাষ্ট্র উপমহাদেশের প্রকৃত অবস্থা অনুধাবনে ব্যর্থ হয়েছে তারা ভ্রান্ত ধারনার উপর চলেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের জনগন কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে দক্ষিন এশিয়ার গতিধারার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। তিনি বলেন উপমহাদেশের স্থিতি নির্ভর করে পরাশক্তি গুলির উপর। তিনি বলেন পাকিস্তান যখনি চাবে তখনি তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা হবে। বাহিরের দেশ হস্তক্ষেপ না করলে এ দু দেশের মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। সোভিয়েত চাপে ভারত পশ্চিম সেক্টরে যুদ্ধবিরতি করেছে মার্কিন যুক্ত রাষ্ট্রের এমন প্রচারনাকে তিনি আজগুবি বলে মন্তব্য করেন। পাকিস্তান যখন পূর্ব ফ্রন্টে আত্মসমর্পণ করে ভারত তখনি পশ্চিম সেক্টরে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।