উদয়পুরের জনসংখ্যা
(নিজস্ব সংবাদদাতা)
উদয়পুর, ২৯ নভেম্বর: সরকারি জনগণমাধ্যমে গত ১ এপ্রিল পর্যন্ত এই শহরের লােকসংখ্যা ছিল ১৩,৯২৫ জন এবং মহকুমার লােকসংখ্যা ছিল ১,২৪,১৩৩ জন। এপ্রিলের শেষ ভাগ হতে শরণার্থী আগমন শুরু হয়। সরকারি হিসাবে সমগ্র মহকুমার শরণার্থীর সংখ্যা প্রায় ৮৭ হাজার। আজ প্রায় দুই মাস যাবত সােনামুড়া ও বিলনীয়া শহর হতে এবং কিছুদিন যাবত আগরতলা শহর হতেও কিছু লােক এসেছে। এই সমস্ত লােকের কোনাে হিসাব কেউ রাখে না।
আজ কিছুদিন যাবত রাজ্যের সীমান্তবর্তী শরণার্থী শিবির হতে হাজার হাজার শরণার্থী এসেছে ও আসছে। তাদেরও কোনাে সঠিক সংখ্যা পাওয়া যায়নি। তবে সরকারি কর্তৃপক্ষের অনুমান শেষােক্ত শরণার্থী ১৪ হাজারের মতাে হবে। গত ২৫ নভেম্বরের কংগ্রেসি সভায় এমএলএ শ্রী সরকার সমগ্র মহকুমায় লােকসংখ্যা ৫ লক্ষের মতাে বলেছিলেন, কিন্তু শহরের কথা বলেননি। তবে অনেকের মতাে শহরের লােকসংখ্যা ৫০ হাজারের মতাে।
সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১