You dont have javascript enabled! Please enable it! 1971.12.26 | ন্যাপ এর সভা - সংগ্রামের নোটবুক

২৬ ডিসেম্বর ১৯৭১ঃ ন্যাপ এর সভা

চকবাজারে ন্যাপ এর এক সভায় মহিউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্র গঠন এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে তার দল আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করে যাবে। তিনি বলেন আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম তা যদি তারা না করে তবে কিভাবে আমরা সরকারের সাথে সহযোগিতা করতে পারি তা আমাদের জানানো হোক। ন্যাপ নেতা আব্দুল হালিম সরকারকে সতর্ক করে বলেন সাম্রাজ্যবাদের দোসর রা দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় আছে। মতিয়া চৌধুরী বলেন ভূট্টো শাহীকে অবশ্যই বঙ্গবন্ধুকে মুক্তি দিতে হবে। তা যদি না করা হয় বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। দলের সভায় সপ্তম নৌবহর প্রত্যাহারের দাবী জানানো হয় এবং সব দলের সাথে মিলে শাসনতন্ত্র প্রনয়নের আহবান জানান।