You dont have javascript enabled! Please enable it!

২৬ ডিসেম্বর ১৯৭১ঃ জগজীবন রাম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম দিল্লীতে বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো যদি ইয়াহিয়া খানের মত একই রকম ভুল করেন তবে আমাদের হাতে তাদের আরও শোচনীয় ভাবে তাকে হার মানতে হবে। পাকিস্তান যদি আবার যুদ্ধ শুরু করে সামরিক ও বৈষয়িক দু দিক থেকেই পাকিস্তানের ক্ষতি হবে। তিনি বলেন তাদের তরফ থেকে ক্রমাগত হুমকি আসছে অতএব আমাদেরও প্রস্তুত থাকতে হবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এবং সদা সর্বদা বিপজ্জনক কাজ অনুসরণ করার জন্য পাকিস্তানের প্রতি দোষারোপ করে তিনি বলেন যদি সসন্মানে শরণার্থী ফিরিয়ে নিতো এবং বাংলাদেশের জনপ্রতিনিধিদের সহিত সন্মান জনক মীমাংসা হত তাহা হলে যুদ্ধ এড়ানো সম্ভব হত। ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। আমরা এর উপযুক্ত জবাবও দিয়েছি। রাম বলেন বাংলাদেশ সরকার যদি চাহেন তবে ভারতীয় সৈন্য এক ঘণ্টার বেশী বাংলাদেশে অবস্থান করবে না।