২৬ ডিসেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ প্রতিনিধি মনোনয়ন
জাতিসংঘ মহাসচিব উথান্ত ভারত ও পাকিস্তানে একজন বিশেষ দুত মনোনয়ন দিয়েছেন। তিনি উভয় দেশের মানবিক সমস্যাবলী সমাধানে সহায়তা করবেন। তার নাম ভিত্তরিও উইন্সপিয়ার গুইসারদি। তিনি জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইতালীয় নাগরিক। তিনি শীঘ্রই ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সফর করবেন।
নোটঃ বাহরাইনের স্বাধীনতার তিনি মধ্যস্থতা কারী ছিলেন এবং পূর্ব তিমুর থেকে উপনিবেশিক শক্তি প্রত্যাহারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।