ভারতীয় একটি দলিল মারফত দেখা যায়, ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতারে জানান যে বাংলাদেশের বিভিন্ন স্তরের লোকের সমন্বয়ে একটি বিশাল লিবারেশন আর্মি গঠিত হয়েছে এবং অঞ্চলভিত্তিক ৮ জন কমান্ডারের নেতৃত্বে এটি পরিচালিত হবে।
.
Reference:
History of 1971 India-Pakistan War, Chapter 3, p 102