You dont have javascript enabled! Please enable it! 1969.02.14 | মুজিব-তাজুদ্দিন সাক্ষাৎ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৪ই ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব-তাজুদ্দিন সাক্ষাৎ
(ষ্টাফ রিপোর্টার)

দীর্ঘ ৩৩ মাস দেশরক্ষা আইনে আটক থাকিবার পর গত বুধবার কারামুক্ত ৬ দফা পন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ গতকল্য (বৃহস্পতিবার) ঢাকা ক্যান্টনমেন্টে বিচারাধীন রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান এবং অন্যান্যদের (আগরতলা ষড়যন্ত্র মামলা) মামলার শুনানী শ্রবণ করেন।
গতকল্য আদালতের শুনানী সমাপ্ত হওয়ামাত্র জনাব তাজুদ্দিন পরিদর্শক গ্যালারী হইতে অভিযুক্তদের গ্যালারীর দিকে গমন করিলে শেখ মুজিবর রহমান তাহাকে (তাজুদ্দিন) গভীর আবেগে আলিঙ্গন করেন।
উভয় নেতা পরস্পরের কুশল জিজ্ঞাসা করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯