You dont have javascript enabled! Please enable it!

২৫ ডিসেম্বর ১৯৭১ঃ টঙ্গী জনসভা

স্থানীয় আওয়ামী লীগ নেতা ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্তে টঙ্গী শিল্প এলাকার পল্লী স্বাস্থ্য কেন্দ্র মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে একটি জনকল্যাণ মুলক রাষ্ট্র গড়ে তোলার শপথ গ্রহণ করেন। ঢাকা সদর উত্তর মহকুমা (গাজীপুর) সাধারন সম্পাদক ও মুক্তিবাহিনী কম্যান্ডার কাজী মোজাম্মেল হক, ঢাকা জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ও মুক্তিবাহিনী কম্যান্ডার হাসান উদ্দিন সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান, বাটা সু কোম্পানির জেনারেল ম্যানেজার ও ২য় বিশ্বযুদ্ধের মেজর উডারলেন্ড সভায় বক্তৃতা করেন। জনসভায় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অস্র সহ উপস্থিত ছিলেন। সভায় মুক্তিযোদ্ধারা মুক্ত শেখ মুজিবের নির্দেশ ব্যাতিত অস্র জমা না দেবার অঙ্গীকার করেন।
নোটঃ এ সভায় সম্ভবত বাটা সু কোম্পানির জেনারেল ম্যানেজার উডারলেন্ডকে সংবর্ধনা দেয়া হয়েছিল।