২৫ ডিসেম্বর ১৯৭১ঃ যে সকল নেতা ফিরেছেন
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মোমিন এমএনএ নেত্রকোনা, শেখ মুজিবের চাচা শেখ মোশাররফ হোসেন এমপিএ ফরিদপুর, আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ মহসিন এমএনএ খুলনা, শেখ মুজিবের ভগ্নীপতি আব্দুর রব সেরনিয়াবত সহ প্রায় সকল নেতাগন ঢাকায় পৌঁছেছেন। চট্টগ্রামের এমপিএ আখতারুজ্জামান কলকাতা থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছেছেন। পরে তারা বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেন। আব্দুল মমিন পরে বেগম মুজিবের সাথে সাক্ষাত করেন।