২৫ ডিসেম্বর, ১৯৭১ঃ সচিবালয়ে ডি.পি.ধর
ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডি.পি.ধর সচিবালয়ে সচিব দের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে শরণার্থী পুনর্বাসন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আহার্য তেল কেরোসিন লবন সরবরাহ এবং যোগাযোগ বেবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উভয়পক্ষে বিশেষজ্ঞরাও ছিলেন।
পরে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দুত ও সচিব ডিপি ধর তার বিশেষজ্ঞ প্যানেল নিয়ে সচিবালয়ে অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর সাথে ভারত বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। খসড়া চুক্তিতে বাংলাদেশ পাট, চা, চামড়া, চামড়া জাত পণ্য, তামাক, নিউজপ্রিন্ট, মাছ ভারতে রপ্তানি করবে এবং বাংলাদেশ ভারত হতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানি করবে।
পরে তিনি স্বরাষ্ট্র ও ত্রান মন্ত্রী কামরুজ্জামানের সাথে দেখা করেন।
দেশে প্রচণ্ড জ্বালানী তেলের সঙ্কটে ভারত সরকার বাংলাদেশে এক ট্যাংকার অপরিশোধিত জ্বালানী তেল পাঠিয়েছে। দেশে কৃষি কাজে, যানবাহনে, রেলওয়ে ইত্যাদি কাজে এ তেল ব্যাবহার করা হবে।