২৪ ডিসেম্বর ১৯৭১ঃ ৫৪ জন বুদ্ধিজীবীর বিবৃতি
৫৪ জন বিশিষ্ট বুদ্ধিজীবী এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকবাহিনী এবং তাদের সহযোগীরা যে নৃশংস হত্যাকান্ড চালিয়েছে তার পূর্ণ তথ্য উদঘাটনের আইনবীদ ও মনীষীদের নিয়ে একটি কমিশন গঠন এবং বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠনের আবেদন জানান। তাঁরা বলেন, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই ব্যাপক হত্যাকান্ড এবং নৃশংস বর্বরতার সাথে জড়িত ছিল তাদেরকে কোনমতেই জেনেভা কনভেনশনের ছত্রছায়ায় থাকতে দেয়া যেতে পারে না। যুক্ত বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন: কবি সুফিয়া কামাল, সৈয়দ আলী আহসান, জয়নুল আবেদীন, কামরুল হাসান, সমর দাস, এ.বি.এম.মুসা, কামাল লোহানী, ফয়েজ আহমদ প্রমুখ।
বাংলাদেশ ইউনিয়ন অব জার্নালিস্ট প্রেসক্লাবে এক সভায় অনুরূপ দাবী করে। সাংবাদিকরা স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য শোক প্রকাশ করেন। সভাপতি কেজি মোস্তফা বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য কেজি মোস্তফা ইয়াহিয়ার ২য় বেতন বোর্ড সদস্য হিসেবে কাজ করে আসছিলেন।
প্রখ্যাত গেরিলা যোদ্ধা মানিক স্মরনে তার পিতা পুরানা পল্টনে এক কাঙ্গালি ভোজের আয়োজন করেন।
স্বাধীন বাংলা বেতারের চরম পত্র অনুষ্ঠান খ্যাত মোহাম্মদ রওশন আখতার মুকুল আজ কলকাতা থেকে ঢাকা ফিরে এসেছেন।