You dont have javascript enabled! Please enable it! 1971.05.20 | মেকি ছাত্র নিয়ে ঢাকার স্কুল চালু রাখার চেষ্টা | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

মেকি ছাত্র নিয়ে ঢাকার স্কুল চালু রাখার চেষ্টা

১১ মে-পাকিস্তানী কর্তৃপক্ষের নানা রকম প্রচার ও চেষ্টা সত্ত্বেও ঢাকার স্কুল, কলেজগুলিতে কোন ছাত্র আসছে। ছেলেমেয়েদের উপর সামরিক কর্তৃপক্ষ চাপ দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তাতে কোন সাড়া পাওয়া যায়নি। অবশেষে সামরিক কর্তৃপক্ষ সাধারণ লােককে ধোঁকা দেওয়ার জন্য মাথা খাটিয়ে একটা পথ বের করেছে। ঐ অভিনয় ব্যবস্থাটি সহজ, তবে ব্যয়সাধ্য। যেসব কম বয়েসী ছেলে রাস্তায় চানাচুর, আইসক্রীম ইতাদি বিক্রি করে, তাদের মেকী ছাত্র সাজিয়ে ক্লাশে বসিয়ে রাখা হচ্ছে। তাদের স্কুলের পােষাকওদেওয়া হয়েছে। ক্লাশ ঘরে কিছু বইপত্র নিয়ে তাদের খানিকক্ষণ বসে থাকতে হয়। এই কাজের জন্য তাদের অবশ্য নগদ পরিশ্রমিক দেওয়া হয়। ঢাকা থেকে আগত শরণার্থীদের কাছ থেকে এই খবর পাওয়া গিয়েছে।

আরও জানা গেল, এ পর্যন্ত শতকরা মাত্র ১০ ভাগ অফিস কর্মচারী তাদের কাজে যােগ দিয়েছেন। ঢাকা ও শহরতলিতে কিছু কিছু বাস চলাচল শুরু হয়েছে। তবে ব্যবসায়ীদের অধিকাংশ বাঙালি।

Reference:

২০ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা