You dont have javascript enabled! Please enable it!

২২ ডিসেম্বর ১৯৭১ঃ প্রবাসী সরকারের প্রত্যাবর্তন

ভারতীয় বিমানবাহিনীর ক্যারিবু পরিবহন বিমানে করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ বাংলাদেশ সরকারের সাতজন সদস্য ঢাকা এসে পৌঁছান। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর, খোন্দকার মোস্তাক, এএইচএম কামরুজ্জামান, আব্দুস সামাদ আজাদ, সোহরাব হোসেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ৪ কোর কম্যান্ডার এবং ঢাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ জেনারেল সগত সিং এবং ঢাকায় প্রবেশকারী প্রথম কমান্ডার মেজর জেনারেল নাগরা। এ সময় ঢাকা বিমানবন্দরে শতাধিক বিদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের গার্ড অব অনার প্রদান করেন মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ দল। মুক্তিসংগ্রামের বিজয়ী বীররা বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগর হতে সরকারী দপ্তর সহ ঢাকায় আগমন করছেন, বেতার ও পত্র পত্রিকায় এ সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে ঢাকা নগরীর রাজপথে মানুষের ঢল নামে। দূর দুরাঞ্চল হতে কৃষকরা পর্যন্ত শহরে ছুটে এসে বিমানবন্দরগামী মানুষের স্রোতে মিশে যায়।.

তারা নেতৃবৃন্দকে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। শহরের আনাচে কানাচে থেকে জয়বাংলা, জয়বঙ্গবন্ধু, জয় ইন্দিরা গান্ধী স্লোগানে ছোট ছোট মিছিল এসে বিমানবন্দরে মিলিত হয়। নেতাগন ঢাকায় পৌছার আগেই রাস্তাঘাট বিমানবন্দর এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে। আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান এমএনএ, কেএম ওবায়দুর রহমান এমএনএ, গাজী গোলাম মোস্তফা এমপিএ, একেএম সামশুজ্জহা, খালেদ মোহাম্মদ আলী এমএনএ, তোফায়েল আহমেদ এমএনএ, ডেপুটি চীফ একে খন্দকার, ডাকসু ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে নেতাদের বরন করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!