You dont have javascript enabled! Please enable it!

২২ ডিসেম্বর ১৯৭১ঃ শেখ মুজিবকে কারাবন্দী থেকে মুক্ত করে গৃহবন্দী করা হয়েছে

পাকিস্তান সরকার আজ জানিয়েছে কারাগারে আটক আওয়ামী লীগ নেতাকে কারাগার থেকে মুক্ত করে গৃহবন্দী করা হয়েছে। পিপিপি নেতা হাফিজ পীরজাদা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। শেখ মুজিবকে কোথায় রাখা হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানান।
নোটঃ মিয়াওয়ালী কারাগার থেকে ১৬ ডিসেম্বর রাতেই তাকে সরিয়ে নিয়ে জেলখানার দু কিলোমিটার দূরে নির্জন এলাকায় জেলর এর বাংলোতে স্থানান্তর করা হয়েছিল। জেলর তার বাসায় পারিবারিক পরিবেশেই শেখ মুজিবকে রাখেন। জেলর এর বাসায় থাকাকালীন শেখ মুজিব পরিস্থিতি অনুমান করতে পেরেছিলেন উপমহাদেশে কিছু একটা ঘটেছে এবং তার মুক্তি নিকটবর্তী। এদিন তাকে নেয়া হয়েছিল রাওয়ালপিন্ডির শহরতলী সিহালায় পুলিশ প্রশিক্ষন কেন্দ্রের রেস্ট হাউজে। রেস্ট হাউজটি ভূট্টোর খুব পছন্দনীয় স্থান। মন্ত্রী থাকাকালে তিনি এখানে গোপনীয় সভা করে থাকতেন। ৭১ পরবর্তী ক্ষমতা থাকাকালে বিরোধী নেতাদের এ রেস্ট হাউজে গৃহবন্দী রাখতেন। তার ফাঁসীর সময় তার কন্যা স্ত্রীকে এখানেই গৃহবন্দী রেখেছিল জিয়াউল হক।