২২ ডিসেম্বর ১৯৭১ঃ সরদার সরণ সিং
নিরাপত্তা পরিষদের যুদ্ধ বিরতির প্রস্তাব অনুযায়ী পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী পূর্ব পাকিস্তান হতে সৈন্য প্রত্যাহারের আবেদন করলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার সরণ সিং বলেন পাকিস্তানের বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়া উচিত তারা তা না মেনে যদি বাংলাদেশের প্রতি পুনরায় হাত বাড়াতে চেষ্টা করে তবে এ অঞ্চলে পুনরায় শান্তি বিঘ্নিত হবে। তিনি পাকিস্তানে একজন নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং তার উদ্দেশে বলেন বাস্তবতাকে মেনে নিতে। নিউইয়র্কে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে সরন সিং বলেন তার দেশ বাংলাদেশের নেতা শেখ মুজিবের মুক্তির জন্য আপ্রান চেষ্টা চালাবে তিনি বলেন তিনি ই একমাত্র নেতা যিনি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম। তিনি বলেন পাকিস্তানী যুদ্ধবন্দীদের দেশে ফিরে যাওয়ার একমাত্র সহজ পথ হল শেখ মুজিবের মুক্তি। তিনি বলেন রাওয়ালপিন্ডি আগ্রহ থাকলে দু দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। এ আলোচনা রাওয়ালপিন্ডি অথবা দিল্লীতে হতে পারে আর তা দিল্লীতে হলে তাদের আমরা স্বাগত জানাবো। তিনি বলেন পাকিস্তান কাশ্মীর বা বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাইলে তা হবে অর্থহীন। তিনি নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানান।