You dont have javascript enabled! Please enable it! 1971.07.02 | শরণার্থীদের সেবায় পিপলস রিলিফ কমিটি | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের সেবায়
পিপলস রিলিফ কমিটি

আগরতলা, ২৯ জুন ত্রিপুরা পিপলস রিলিফ কমিটি বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের শিবিরে ওষুধপত্র ও চিকিৎসক পাঠিয়ে সেবাকাজ শুরু করেছেন। গত ২৭ জুন সাব্রুমের তইকুম্বায় পি.আর.সি একদল ডাক্তার ও একদল কম্পাউন্ডারসহ একটি ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির খুলেছেন এবং সেখান থেকে শত শত শরণার্থীকে টি.এ. বি.সিও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারপর কালাছড়িতে একটি অনুরূপ শিবির স্থাপন করা হবে।
এ সমস্ত এলাকা পরিদর্শন করে পি.আর.সি’র আহ্বায়ক জানান যে, সেখানে কলেরা এবং অন্যান্য সংক্রামক রােগ মহামারি আকারে দেখা দিয়েছে অথচ সরকার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করছেন না। বাংলাদেশ থেকে আগত ডাক্তারদের নিয়ােগ করা হয়েছে অথচ তাদের প্রয়ােজনীয় ওষুধ পত্র দেওয়া হচ্ছে না। ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ওষুধপত্র পাঠানাের পরিকল্পনাও পিপলস রিলিফ কমিটির রয়েছে।

সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮