২৩ ডিসেম্বর ১৯৭১ঃ বেগম মুজিবের সাথে ডিপি ধরের সাক্ষাৎ
ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দুত ডিপি ধর বিকেলে বেগম মুজিবের সাথে ধানমণ্ডির বাসায় সাক্ষাৎ করেছেন। জনাব ধরকে স্বাগত জানিয়ে বেগম মুজিব বাংলাদেশকে সমর্থন দানের জন্য ভারত সরকার, প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতীয় সশস্র বাহিনী এবং ভারতের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বেগ ও উৎকণ্ঠা হতে মুক্তি পাওয়ার জন্য ইন্দিরা গান্ধীর ব্যাক্তিগত অতিথি হিসেবে ভারত সফর বিশেষ করে আজমির শরীফ সফর করার ইন্দিরা গান্ধীর অনুরোধ তিনি বেগম মুজিবকে জানান। (বেগম নজরুল ইসলাম ইতিমধ্যে এরকম সফরে আছেন)। বেগম মুজিব আমন্ত্রন গ্রহন করে জনাব ধরকে অভিনন্দন জানান এবং বলেন শেখ মুজিবের মুক্তির আগে তিনি সফরে যেতে পারছেন না কারন সমগ্র দেশ তার মুক্তির অপেক্ষায় আছে।