You dont have javascript enabled! Please enable it! 1971.12.21 | ছাত্র ইউনিয়ন ও ন্যাপ - সংগ্রামের নোটবুক

২১ ডিসেম্বর ১৯৭১ঃ ছাত্র ইউনিয়ন ও ন্যাপ

সকাল ১১ টায় শহীদ মিনারে ছাত্র ইউনিয়ন সমাবেশ করে। সভা শেষে ব্যানার ফেস্টুন সহ বর্ণাঢ্য এক মিছিল করে ঢাকার বিভিন্ন রাজপথ প্রদক্ষিন করে। শহীদ মিনারের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম। নুরুল ইসলাম তার ভাষণে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জনগণকে সরকারের পুনর্গঠন ও ত্রান কাজে সহায়তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। তিনি অবিলম্বে রেল সড়ক নৌপথ অফিস আদালত দোকানপাট বেবসা চালু করার আহবান জানান। তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবী করে বলেন বাংলার জনগন তাকে মুক্ত করে আনবেই। সংগঠনের সহ সাধারন সম্পাদক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারন সম্পাদক আবুল কাশেম ও বক্তৃতা করেন।
পূর্বা ণী হোটেলে আয়োজিত ন্যাপের সভায় অধ্যাপক মজাফফর আহমেদ মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো নিয়ে একটি জাতীয় সরকার গঠনের আহবান জানান। তিনি অন্তর্বর্তী শাসনতন্ত্র জারী করে দেশ চালানোর আহবান জানান। পরে নতুন সংসদ নতুন শাসনতন্ত্র প্রনয়ন করবে। তিনি সরকার পরিচালনার জন্য ১৩ দফা কর্মসূচী জারী করেন। ১৩ দফায় আছে শাসনতন্ত্র,শরণার্থী, খাদ্য, যোগাযোগ, প্রচার মাধ্যম, বিদ্যুৎ, শিক্ষা, ধর্ম ও ভাষা, যুদ্ধপরাধী ও দালাল, মুক্তি বাহিনী, জনস্বাস্থ্য, শাসন্তান্ত্রিক সমস্যা ও সর্বদলীয় কমিটি গঠন নিয়ে। পরবর্তী ধাপের জন্য তিনি ২১ দফা কর্মসূচীও জারী করেন।