You dont have javascript enabled! Please enable it! 1971.12.21 | যে সকল নেতা ফিরেছেন - সংগ্রামের নোটবুক

২১ ডিসেম্বর ১৯৭১ঃ যে সকল নেতা ফিরেছেন

বেতার ও তথ্য বিভাগের দায়িত্ব পালনকারী এমএনএ আব্দুল মান্নান টাংগাইল। শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান এমপিএ, তোফায়েল আহমেদ এমএনএ, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান ও মুজিব বাহিনী নেতা আব্দুর রাজ্জাক এমপিএ, এমএ খায়ের এমএনএ, সিরাজুল ইসলাম এমপিএ (পুরাতন ঢাকা), এনএ চৌধুরী এমপিএ, কোরবান আলী, এর আগে একেএম সামশুজ্জহা এসেছেন। কোন কোন নেতা আগরতলা, সীমান্ত এলাকা বা কলকাতা থেকে নিজ নিজ এলাকায় গিয়েছেন। কেউ ১৬ ডিসেম্বরের আগে কেউ পরে গিয়েছেন। এদের মধ্যে আছেন ফেনীর খাজা মিয়া, চট্টগ্রামের এমএ ছালেহ, নুরুল ইসলাম চৌধুরী দক্ষিণ পূর্বাঞ্চলের প্রশাসক, ব্রাহ্মনবাড়িয়ার আলী আজম ভূঁইয়া, কুমিল্লার ক্যাপ্টেন সুজাত আলী, যশোরের রওশন আলী এমএনএ, মোশাররফ হোসেন এমপিএ, টাংগাইলের অধ্যক্ষ খালেদ, ময়মনসিংহ এর মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জের একেএম সামসুজ্জহা, সুনামগঞ্জের আব্দুল হক, সিলেটের দেওয়ান ফরিদ গাজী, নীলফামারীর আফসার আলী, কুড়িগ্রামের সাদাকাত হোসেন ছক্কু মিয়া, ফরিদপুরের কেএম ওবায়দুর রহমান, কুষ্টিয়ার সকল এমপিএ, এমএনএ সহ অর্ধ শতাধিক এমপিএ, এমএনএ। একই দিন ইত্তেফাক অপর খবরে জানায় মুজিব বাহিনীর ৪ শীর্ষ কম্যান্ডার বাংলাদেশে প্রবেশ করে নিজস্ব অধিক্ষেত্রের জেলাগুলো সফররত আছেন। রাজ্জাক এবং তোফায়েল কলকাতা থেকে ফিরে আসায় এ সংবাদ মিথ্যা প্রমানিত হয়েছে। সিরাজুল আলম খান এখনও পশ্চিমবঙ্গেই আছেন। শুধু মনি চট্টগ্রাম অবস্থান করছেন।