You dont have javascript enabled! Please enable it!

২১ ডিসেম্বর ১৯৭১ঃ নাটোর ও ঈশ্বরদীতে আত্মসমর্পণ

২১ ডিসেম্বর সে সময়ের গভর্নর হাউজ বর্তমান উত্তরা গণভবনে মিত্রবাহিনীর ১৬৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন নাটোর সেনা গ্যারিসনের টু আইসি ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ। এ সময় পাকিস্তানের ১৬ ডিভিশন জিওসি মেজর জেনারেল নজর হোসেন শাহ ও মিত্রবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডেন্ট লে. জেনারেল লছমন সিং।
নাটোরে আত্মসমর্পণকারী পাক বাহিনীর মধ্যে ছিল প্রায় ১৪১ জন অফিসার, ১১৮ জন জেসিও , ৫ হাজার ৪৫০ জন সিপাহী ও ১ হাজার ৮৫৬ জন প্যারামিলিশিয়া। এছাড়া হস্তগত হয় ১০ হাজার ৭৭৩টি আগ্নেয়াস্ত্র, ৯টি ট্যাঙ্ক ও ২৫ টি সাঁজোয়া ভারী যান।
২১ ডিসেম্বর ঈশ্বরদীতে মিত্রবাহিনীর ১৬৫ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে পাকিস্তান সেনাবাহিনীর ঈশ্বরদীতে অবস্থান নেয়া ৫৭ ব্রিগেডের ব্রিগেডিয়ার মনজুর আহমেদ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। ৫৭ ব্রিগেড মোতায়েন ছিল ঝিনাইদহে সেখান থেকে পর্যায়ক্রমে পালাতে পালাতে তারা ঈশ্বরদী এসে পৌঁছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!