২১ ডিসেম্বর, ১৯৭১ঃ পাকিস্তান
জুলফিকার আলী ভূট্টো
শপথ শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাংবাদিক সম্মেলনে বলেন পাকিস্তান ভুলের মাশুল গনছে। তাই বলে তো আর দেশ বিভক্ত করা যায়না। তিনি বলেন ভারতের পশ্চিম বাংলাও গুরুতর বৈষম্য এর সম্মুখীন। সেখানে অসংখ্য মানুষ রাস্তায় ঘুমায়। আমার বাংলায় এ দৃশ্য আপনি দেখতে পাবেন না। আমার বাংলা সোনার বাংলা। ভারতের বাংলা ক্যালিফোর্নিয়া নয় ভারতের বাংলা সান ফ্রান্সিসকো নয়। সে বাংলা পৃথিবীর একটি বস্তি।
রাওয়ালপিন্ডিতে বিদেশি সংবাদদাতাদের জন্য আয়োজিত নৈশভোজে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো বলেন, শেখ মুজিব এখনো কারাগারে তবে তাকে মুক্তি দিয়ে গৃহবন্দি করে রাখা হবে। তবে তিনি কোথায় আছেন এবং কোথায় তাকে রাখা হবে এ বিষয়ে তিনি মুখ খোলেননি।
বিকেলে জুলফিকার আলী ভূট্টো পাচ বৃহৎ শক্তির রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন।
শীর্ষ অফিসার বরখাস্ত
পাকিস্তানে সেনা নৌ, বিমান বাহিনী কর্মকর্তা, উপদেষ্টা বরখাস্ত প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান, তার চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল পীরজাদা, কোয়াটার মাস্টার জেনারেল আবু বকর ওসমান মিঠা, মেজর জেনারেল খোঁদা বক্স, মেজর জেনারেল কায়ানি, এয়ার মার্শাল রহিমকে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়।এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো নৌবাহিনীর ছয় জন শীর্ষ অফিসারকে বরখাস্ত করেছেন। বেসামরিক উপদেষ্টাদের মধ্যে এমএম আহমেদ, মোহাম্মদ সুফি, গিয়াসুদ্দিন আহমেদ।
বিদেশ সফরে নিষেধাজ্ঞা
সরকারী কর্মকর্তা ও ছাত্র ছাড়া সকল নাগরিকের উপর বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কাউকেই ভারত সফরে যেতে দেয়া হবে না।