২১ ডিসেম্বর ১৯৭১ঃ বিহারীদের নিরাপত্তা জোরদার
১৮ ডিসেম্বর প্রকাশ্য এ ৫ বিহারী হত্যার পর পাকিস্তান এর কড়া প্রতিবাদ করে আন্তজার্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহে অভিযোগ করে এবং সকল দায় দায়িত্ব ভারতের উপর বলার পরপর জাতিসংঘ, রেডক্রস, ভারত সরকার বিহারীদের নিয়ে তৎপর হয়ে উঠে। সারা দেশে বিহারী অধ্যুষিত এলাকায় ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়। ভারতীয় বাহিনী মুক্তিবাহিনী তাদের একত্র করে ক্যাম্পে পাঠায়। প্রাথমিক ভাবে স্কুল গুলো ক্যাম্প করা হয়। ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর মিরপুর মোহাম্মদপুরে তৎপরতার ছবি।
নোটঃ জাতিসংঘ ও রেডক্রস তাদের শরণার্থী ঘোষণা করে এবং নিয়মিত ত্রান তৎপরতা শুরু করে।