২১ ডিসেম্বর ১৯৭১ঃ শেখ মুজিব ও যুদ্ধবন্দী মুক্তি
ভারত বলেছে শেখ মুজিবের মুক্তি এবং নিরপেক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে তার নিরাপদে না ফেরা পর্যন্ত তারা যুদ্ধবন্দী মুক্তি আলোচনায় যাবে না। একই সাথে পশ্চিম পাকিস্তানে অবস্থানকারী বাঙ্গালীদের দেশে ফেরার অধিকার দাবী করবে। মুখপাত্র বলেন যুদ্ধবন্দী মুক্তিপ্রক্রিয়ায় বাংলাদেশও অন্তর্ভুক্ত এবং এতে তাদেরও সম্মতি লাগবে। ভারত বলেছে বাংলাদেশকে আমন্ত্রন না জানালে রোববার অনুষ্ঠিতব্য আফ্র এশিয়ান সম্মেলন ভারত যোগ দেবে না।(পরে আমন্ত্রন জানানো হয়েছিল এবং সে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি বক্তব্য দেয়ায় পাক প্রতিনিধি মাহমুদ আলী ওয়াক আউট করেছিলেন।)