You dont have javascript enabled! Please enable it! 1971.12.20 | চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসে এক কর্মী সমাবেশ - সংগ্রামের নোটবুক

২০ ডিসেম্বর ১৯৭১ঃ চট্টগ্রাম আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগ অফিসে এক কর্মী সমাবেশে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও শ্রমিক লীগ ভাইস প্রেসিডেন্ট এমএ হান্নান বলেন শান্তি শৃঙ্খলা অক্ষুন্ন রেখে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতার আলোকে গঠনমূলক কাজে আত্মনিয়োগের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন আওয়ামী লীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বাঙ্গালী জাতি নজিরবিহীন সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেছে। এ স্বাধীনতার আদর্শের দিকে লক্ষ্য রেখে আমাদের অগ্রগতির পথে চলতে হবে।

তিনি বলেন স্বাধীনতা পূর্ব বর্বর বাহিনী ও দোসরদের নৃশংসতার ও বর্বরতার প্রতিশোধ সে রকম আচরনের মাধ্যমে বাঙ্গালীরা নিতে রাজী নহেন। তিনি বলেন দেশের দুশ্মন ও মীরজাফরদের বিচারের মাধ্যমেই শাস্তি দেয়া হবে। তিনি দলীয় কর্মীদের স্ব স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। যদি কেহ তা করে তবে তাদের প্রতি সরকার যে কোন কঠোর বেবস্থা গ্রহন করতে পারে। তিনি বলেন যুদ্ধের সময় অনেকেই বিভিন্ন ভাবে অস্র পেয়ে থাকতে পারে সে সকল অস্র দেখিয়ে অনেকে নিজেকে মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করে থাকতে পারে এবং করছেও। এ ধরনের কার্যকলাপ কোনমতেই বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারন করেন। তিনি কর্মীদের এ ধরনের বিশ্বাসঘাতকদের খুজে বের করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার আহবান জানান।