২০ ডিসেম্বর ১৯৭১ঃ বিদেশে বাংলাদেশের কূটনীতিক গন
কূটনীতিক তৎপরতা
প্রবাসী বাংলাদেশ সরকারের দক্ষিন পূর্ব এশিয়ার ভ্রাম্যমাণ দুত হিসেবে আগেই নিয়োগ পাওয়া পাকিস্তানের ফিলিপাইনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত খুররম খান পন্নি বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের উদ্দেশে দক্ষিন পূর্ব এশিয়ার দেশগুলি সফর করিতেছেন। তিনি প্রথমে ম্যানিলা সফর করেন সেখান থেকে টোকিও যান তারপর সেখান থেকে সিঙ্গাপুর সফর করেন। পরে তিনি জাকার্তা গমন করবেন। জাপান ও ইন্দোনেশিয়া অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল বিধায় তার এ সফর খুব গুরুত্বপূর্ণ ছিল। জাপান নিরাপত্তা পরিষদে ৩ বার ভোটাভুটিতে এবং সাধারণ পরিষদে একবার ভোটাভুটিতে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। কূটনীতিকদের আনুগত্য ইন্দোনেশিয়া পাক দুতাবাসের ১২ জন বাঙালী কর্মচারী ও কূটনীতিক বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এদের মধ্যে তিনজন কূটনীতিক।
আগে মালয়েশিয়ায় পাকিস্তান দুতাবাসের ৭ কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয় কর্মকর্তা এডব্লিউ শামসুল আলম এদের মধ্যে অন্যতম ।