২০ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকা শহর
আকাশবাণীর খবরে বলা হয়েছে বাংলাদেশের ন্যাপ নেতা অধ্যাপক মোজ্জাফফর আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে এক তারবার্তায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। জোনাকি সিনেমা হলে ঢাকা শহরের মুক্তিবাহিনীর প্লাটুন ও সেকশন নেতাদের এক সভা আয়োজন করেছেন ২নং সেক্টর কম্যান্ডার মেজর হায়দার। তারা যেন তাদের অধিনস্ত মুক্তিযোদ্ধাদের নমিনাল রোল নিয়ে সভায় উপস্থিত হন সে বিষয়ে তাগিদ দেয়া হয়েছে।
চোরাই ছিনতাইকৃত গাড়ী উদ্ধারে মিত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে। দেশের সকল বয়স্কাউটকে দেশ সেবার জন্য সকল সেবামুলক প্রতিষ্ঠান এবং কার্যাবলীর সাথে যুক্ত হওয়ার জন্য প্রতিষ্ঠানটি আহবান জানিয়েছেন। ১৫/ক পুরানা পল্টনে শ্রমিক লীগ কার্যালয় চালু করা হয়েছে বলে দলের দফতর সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন।