২০ ডিসেম্বর, ১৯৭১ঃ প্রেসিডেন্ট হিসেবে ভুট্টোর শপথ
লন্ডন থেকে রোম হয়ে রাওয়ালপিন্ডি ফিরে এসেছেন জুলফিকার আলী ভুট্টো। বিমানবন্দরে স্বাগত জানাতে প্রচুর সংখ্যক কর্মী উপস্থিত ছিল। জুলফিকার আলি ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। শপথের পরে তিনি সাংবাদিকদের বলেন জনগনের মনোবল ফিরিয়ে আনাই তার কাজ। পরে তিনি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য বৈঠকে মিলিত হন। রাতে রেডিও ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো মোসলেম বাংলা (পূর্ব পাকিস্তান) পাকিস্তানের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি এখনো মনে করেন পূর্ব পাকিস্তানের জনগন এক পাকিস্তানই চায়। তিনি পূর্ব পাকিস্তানের নেতার সাথে এ বিষয়ে শীঘ্রই বৈঠকে বসবেন। এ আলোচনা হবে এক পাকিস্তানের কাঠামোর ভিতর এবং পূর্ব পাকিস্তান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার ও বিদেশী হস্তক্ষেপ মুক্ত পূর্ব পাকিস্তান।
তিনি বলেন মুসলিম বাংলার জনগন কখনো ভারতের দাসত্ব বরন করে নেবে না। তিনি সংখ্যাগরিষ্ঠ আওয়ামী নেতার সাথে আলোচনা ছাড়াও অপর দুই নির্বাচিত নেতার সাথেও আলোচনা করবেন এবং এ দু নেতা তার কেন্দ্রীয় সরকারে যোগ দিবেন। তিনি বলেন লেঃ জেঃ গুল হাসান খানকে অস্থায়ী প্রমোশন দেয়া হয়েছে তাকে জেনারেল পদে পদন্নোতি অপ্রয়োজনীয়। জুলফিকার আলী ভূট্টো ঘোষণা করেছেন তিনি রাষ্ট্রীয় বেতন ভাতা গ্রহন করবেন না। জুলফিকার আলী ভূট্টো নুরুল আমীনকে ভাইস প্রেসিডেন্ট পদ গ্রহনের আমন্ত্রন জানিয়েছেন। প্রখ্যাত আইনজীবী ইয়াহিয়া বখতিয়ারকে এটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।