২০ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতের প্রধানমন্ত্রী কয়েক সপ্তাহের মধ্যে ঢাকা সফর করতে পারেন
ভারতের প্রধানমন্ত্রী কয়েক সপ্তাহের মধ্যে ঢাকা সফর করতে পারেন বলে জানা গিয়েছে। প্রবাসী সরকার এ জন্য আগামী শনিবারের মধ্যে ঢাকা ফিরে আসবেন বলে জানিয়েছে। তিনি এ সফরে বাংলাদেশের সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করতে চান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম নয়দিল্লিতে এক জনসভায় বলেছেন পাকিস্তান বাস্তবতা উপলব্দি করবে এবং ভারত যে বন্ধুত্ব ও সহযোগিতার হাত প্রসারিত করেছে তা গ্রহন করবে। তিনি বলেন পাক ভারত যুদ্ধে ভারতের গৌরবময় বিজয় পাকিস্তানে সামরিক আইনের সমাপ্তি ঘটিয়েছে এবং সেখানে বেসামরিক সরকার প্রতিস্থাপিত করেছে। তিনি আশা প্রকাশ করেন ভুত্ত অচিরেই শেখ মুজিবকে মুক্তি দিবেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিবেন। বাংলাদেশের বিভিন্ন শহরে অবস্থানরত বেশীরভাগ ভারতীয় সেনা সে দেশে ফিরে যাচ্ছে। পাকিস্তানী যুদ্ধবন্দী একত্রিত করা সম্পন্ন হয়ে যাওয়ার পর দেশের ভিতর ১২ ডিভিশন সৈন্য অবস্থান করার যৌক্তিকতা না থাকায় তারা ফিরে যাচ্ছে। ভারত পাকিস্তান আজ তাদের মধ্যে কূটনীতিক বিনিময় করছে ভারত থেকে ২৭২ জন পাকিস্তানী কূটনীতিক পরিবারবর্গ ও কর্মচারী আজ ভারত ত্যাগ করেছে আর এসেছে ১০০ জন ভারতীয় কূটনীতিক কর্মচারী ও পরিবার। ভারতীয়দের আগের একটি দলের ৪৫ জন এসেছিল।